আসুন কিছু গুরুত্ত্বপূর্ণ বাক্য জেনে নিই-
.
1.কথার বরখেলাপ করো না।
Don't go back on your
word.
2.কুসংগ ছাড়।
Shun evil company.
3.স্কুল পুরোদমে চলছে।
The school is in full swing.
4.তার নাম কাটা গেল।
His name has been struck
off.
5.এ বিষয়ে মতভেদ আছে।
Opinions differ on this subject.
6.আমি চেষ্টার আর কিছু বাকি রাখিনি।
I have left no stone unturned.
7.সে আইন আর চলে না।
That law is no more in
force.
8.তাকে লজ্জা দিও না।
Do no put him to shame.
9.এ বাড়ীটি ভাড়া দেয়া হবে।
The house is to let.
10.আমার ঠান্ডা লেগেছে।
I have caught a cold.
11.নিজের চরকায় তেল দাও।
Oil your own machine.
12.এই নাও তোমার বকশিস।
Here's your tip.
13.সব ব্যাপারে নাক গলাবে না!
Don't get nosy!
14.তাতে তোমার কি?
what's it to you?
15আমার কলমের কালি শেষ
হয়েগেছে।
My pen has run out.
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির
No comments:
Post a Comment
tnx