Translate

Music

Showing posts with label Easy spoken English course. Show all posts
Showing posts with label Easy spoken English course. Show all posts

Wednesday, September 02, 2015

Spoken English : আজকে (Bad) নিয়ে। অনেক কিছু জেনে নিন। পার্ট-43

আজকে (Bad) নিয়ে। অনেক কিছু জেনে নিন।
.
1.bad = খারাপ ,মন্দ,অন্যায় , অসত্,বাজে,নিকৃষ্ট ,পচা
1.bad news = দুঃসংবাদ
3.bad man = কুজন
4.bad debt = 1. অশোধ্য ঋণ 2. কু ঋণ
5.bad character = 1. অসচ্চরিত্র 2. কু-চরিত্র 3. দুষ্ট চরিত্র
6.bad market = মন্দা বাজার
7.bad will = প্রতিকূল মনোভাব
8.bad conduct = অসদবৃত্তি
9.bad attempt = কুচেষ্টা
10.bad habit = বদভ্যাস
11.bad start = অশুভসূচনা
12.bastard-এর অর্থ কি?
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্ট নিয়ে হাজির হব।

Spoken English কিছু অনুবাদ জেনে নিই–পার্ট-42

আসুন কিছু গুরুত্বপূর্ণ বাক্য জেনে নিই-
1.কি যা তা বলতেছো?
– What the hell are you talking?
2.তুমি কত সুন্দর!
– How beautiful you are!
3.নিশ্বাস আমার তুমি
– You are in my breath.
4.হৃদয় শুধু তোমার জন্য
– My heart is only for you.
5.কিছু পেতে হলে কিছু দিতে হয়
–Give to take.
6.চোখের আড়াল মানে মনের আড়াল
– Out of sight, out of mind.
7.বোকামী করোনা !
– Don't get mad.
8.কি দারুণ চমক !
– What a pleasant surprise!
9.হায় আল্লাহ্ !
– My Goodness .
10.সব বাজে কথা
– That's all nonsense.
11.কি আপদ !
– What a nuisance!
12.কে ধারধারে?
– But who cares?
13.প্রশ্নই উঠে না
– Question does not arise.
14.অপদার্থ কোথাকার !
– Worthless!
15.মোটেও নয়
– Not at all.
16.গোল্লায় যাক
-এর ইংরেজী কি?
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্ট নিয়ে হাজির হব।
.

Spoken English কিছু অনুবাদ জেনে নিই–পার্ট-41

আসুন কিছু গুরুত্বপূর্ণ বাক্য জেনে নিই-
1.Hey My Dear Friends.
হে আমার প্রিয় বন্ধুগন।
2.How Are You?
তোমরা কেমন আছ?
3.I Hope You Are Well.
আমি আশা করি তোমরা ভালো আছো?
4.Cause You are Member Of Good
page.
কারন তোমরা ভালো পেইজের সদস্য।
5.Please Everybody Pray For Me.
প্লিজ আমার জন্য সবাই দোয়া কর।
6.So That I Can Prosper In Life.
যাতে আমি জীবনে উন্নতি সাধন করতে পারি।
7.Do You Know?
তুমি কি জানো।
8.Nothing Is Impossible.
তুমি কি জানো কোন কিছু অসম্ভব নয়।
9.Everything Is Possible.
সব কিছুই সম্ভব।
10.Just Only Need Hard Working.
শুধু কঠোর পরিশ্রম দরকার।
11.Without Hard Working,You Can't Prosper
In Life.
-এর বাংলা কি?
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির
.

Spoken English: যেখানে যেখানে "thank you ”ব্যবহার করবেন -পার্ট-40

যেখানে যেখানে "thank you ”ব্যবহার
করবেন
.
1.ওহ দারুন! অনেক ধন্যবাদ আপনাকে
Oh great! Thanks a lot.
2.ঠিক আছে, জানি না আপনার জন্য এমন কি করেছি.
It’s Ok. I don’t know what I
would done.
3.আপনাকে অনেক ধন্যবাদ
Thank you very much.
4.বেশ ভালই লাগছে
It’s wonderful.
5.ব্যাপারটা দারুন ছিল
That was great.
6.অনেক ধন্যবাদ
Thanks.
8.আসলে আপনি আমার ব্যাপারে খুব সদয় হয়েছেন
That’s really kind of you.
9.সাবাস
Well done.
10.ধন্যবাদ আপনাকে
Thank you.
11.আজ রাতে আসলেই একটা মহা ভোজ হয়ে গেল,
It’s really a wonderful dinner
12.তোমাকে দারুন লাগছে
You are looking wonderful.
13তোমাকে দারুন লাগছে
You are looking great.
14.এমন সন্দরী যে তার আবার গয়নার
দরকার কিসে,
With such beauty who needs
ornaments!
15.আপনার সাথে সাক্ষাতে আমি খুব খুশি হয়েছি,
I am really very happy.
16.ধন্যবাদ, আমিও খুশি হয়েছি,
Thanks I also enjoyed.
17.যাই হোক, আমার একটু কাজ আছে, আমার এখনই যেতে হবে,
Any way, I have an appointment.I
have to leave right now.
18.নিশ্চয়! আশা করি শীঘ্রই আমাদের আবার দেখা হবে,
-এর ইংরেজী কি ??
.
আমি এই প্রশ্নের উত্তর আপনাদের আগে শিখিয়েছি।
না বলতে পারলে বুঝব আপনারা সেই লেসনটি ভাল
করে পড়েন নি ।
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির হব।

Spoken English কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই–পার্ট-39

আসুন কিছু গুরুত্বপূর্ণ বাক্য জেনে নিই-
.
1.A: You’ve been writing that report for 5 hours.
-তুমি পাঁচ ঘন্টা যাবৎ ঐ রিপোর্টি লিখতেছ
2.B: I have to finish it today.
-এটা আজই আমাকে শেষ করতে হবে
3.A: You must be hungry.
-তুমি নিশ্চয়ই ক্ষুদার্ত
4.B: Yes, I am hungry.
হ্যা, আমি ক্ষুদার্ত
5.A: Let’s take a lunch break
- চল একটা লান্চ বিরতি নেই
6.B: I don’t have the time.
আমার সময় নাই
7.A: The restaurant is very close.
রেস্তোরা তো খুবই কাছে
8.B: Well ok, but let’s hurry.
আচ্ছা ভাল, কিন্তু চল তাড়াতাড়ি করি
9.How much did it cost?
-এর বাংলা কি ??
আমি এই প্রশ্নের উত্তর আপনাদের আগে শিখিয়েছি।
না বলতে পারলে বুঝব আপনারা সেই লেসনটি ভাল
করে পড়েন নি ।
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির

Spoken English কিছু অনুবাদ জেনে নিই–পার্ট-38

আসুন কিছু গুরুত্বপূর্ণ বাক্য জেনে নিই-
.
1.কিছুই ভালো লাগছে না
I feel well nothing.
2.নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে
It seems very helpless myself.
3.কেউ আমাকে একটু বুঝতেও চায়না
Nobody wants to perceive me for a while.
4.আজও মনের একটা মানুষ পেলাম না
I didn’t get a desirable person yet.
5.পেলাম না কোন মেয়ের প্রেমের পরশ
I didn’t get touch of love of any girl.
6.কারো মনের পবিত্র ভালোবাসা পেতে আমার খুব
ইচ্ছে করে
I wish to get sacred love of anyone's heart.
7.এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না
I don’t feel well this solitary life more.
8.ভালোবাসা ছাড়া কি জীবন সুখের হয়?
is life happiness except love?
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির
.

Spoken English কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই–পার্ট-37

আসুন কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই_
1. Are You Ready?
তুমি কি প্রস্তুত?
2. Tell Us About It.
আমাদেরকে এটা সম্পর্কে বলো।
3. We Want To Know It.
আমরা এটা জানতে চাই।
4.Don't Skip It.
এটা এড়িয়ে যেওনা।
5. Always Do It.
এটা সবসময় কর।
6. You Can Success In Life.
তুমি সফল হতে পারবে।
7. NothinG Is Impossible.
কোন কিছু অসম্ভব নয়।
8. We Are Asset For Any Country.
আমরা যে কোন দেশের সম্পদ।
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির

Spoken English কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই–পার্ট-36

আসুন কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই_
1.Your new suit looks great.
তোমার নতুন কাপর চমৎকার দেখাচ্ছে
2.Thank you.
ধন্যবাদ
3.How much did it cost?
এটা কত হল /পড়ল
4.It was 8000tk.
৮০০০ হাজার টাকা হল
5.That’s terrible-
সেটা তো ভীষণ/ভয়ানক/ অনেক বেশি
6.Why?
কেন?
7.They are only 3000tk at the Taltola market.
এটাতো তালতলা মার্কেটে মাত্র ৩০০০ টাকা.
8.I’ve been cheated then!
আমি তাহলে প্রতারিত হয়েছি/হলাম !
9.No, shirts were very cheap.
এর বাংলা কি ??
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির

Spoken English কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই–পার্ট-35

আসুন কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই_
.
1. Never Say It
এটা কখনো বলো না।
2. You Shouldn't Wait For Her.
তার জন্য অপেক্ষা করা তোমার উচিৎ না।
3. She Was A Cheater.
সে একজন প্রতারক।
4. He Never Tell A Lie.
সে কখনো মিথ্যা কথা বলে না।
5. Its GooD Habit For Him.
এটা তার জন্য ভালো অভ্যাস।
6. An Honest Man Is Always Respected By all
একজন সৎ মানুষ সর্বত্র সম্মানিত।
7. TheY Are An Asset For Any Country.
তারা যে কোন দেশের সম্পদ।
8.But Mustafijur Is an Asset For Our Country.
কিন্ত মোস্তাফিজুর আমাদের দেশের সম্পদ।
9. He Is a Great player.
সে একজন মহান খেলোয়ার।
10. TheY Can win Our Bangladesh.
তারা আমাদের দেশকে জয় করাতে পারে।
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির
.

Spoken English কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই–পার্ট-34

আসুন কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই_
.
1.আমি ইংরেজী ভালো বলিনা
I don't speak English very well.
2.আমি ভালো বলতে পারিনা
I don't speak very well.
3.আমি সেটা মনে করিনা / আমার তা মনে হয়না
I don't think so.
4.আমি তোমার কথা বুঝতে পারছিনা
I don't understand what your saying.
5.আমি বুঝতে পারছিনা
I don't understand.
6.আমি চাইনা
I don't want it.
7.আমি ওটা চাইনা
I don't want that.
8.আমি তোমাকে বিরক্ত করতে চাইনা
I don't want to bother you.
9.আমার ভালো লাগছে
I feel good.
10.আমি ভুলে গেছি
I forget.
11.আমি ৬টায় কাজ থেকে বের হই
I get off of work at 6.
12.ও,ভাল কথা
By the way.
13.এ থেকে একটা কথা মনে পড়ছে
Oh,that makes me think of.
14.ঐ দেখ,ভুলেই গিয়েছিলাম
Oh,I forgot to mention.
15.একটু প্রসঙ্গ পাল্টে রাখা যাক
To change the subject.
16.প্রসঙ্গান্তরে বলে নেয়া যায়
As an aside.
17.একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক_
Let me digress.
18.কিন্তু তার আগে একটা কথা
But one thing before that.
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির
.

Spoken English কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই–পার্ট-33

.
আসুন কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বাক্য জেনে নিই_
.
আমি এইমাত্র আসছি/সবেমাত্র এসেছি |
_Just coming.
.
খুব ভাল |
_Very good.
.
আপনি কোথায় বাস করেন?
_Where do you live?
.
আমি ঢাকায় বাস করি |
_I live in Dhaka.
.
আপনার যেমন ইচ্ছা |
_As you please.
.
আর কিছু?
_Anything else?
.
থাক থাক যথেষ্ট হয়েছে |
_That's enough.
.
আপনি কোথায় যাচ্ছেন?
_Where are you going?
.
আমি ফল কিনতে বাজারে যাচ্ছি |
_I am going to market to buy some fruits.
.
সম্মান দেখানোর জন্য ধন্যবাদ |
_Thanks for this honour.
.
আচ্ছা চলি |
_Ta-ta.
.
.
বি.দ্র: এই পোস্টটি আপনার কেমন লেগেছে? কমেন্ট করে জানাবেন | আর যদি আপনার লিখতে কষ্ট হয় তবে কমেন্ট বক্সে সংক্ষেপে-
T =Thanks
G =Good
B =Bad
N =Nice
O =Osthir
A =Awesome
লিখে কমেন্ট করুন | তাহলে পরে আরও ভাল ভাল পোস্ট নিয়ে হাজির হব |

Spoken English কিছু অনুবাদ জেনে নিই–পার্ট-32


আসুন কিছু গুরুত্ত্বপূর্ণ বাক্য জেনে নিই-
.
1.কথার বরখেলাপ করো না।
Don't go back on your
word.
2.কুসংগ ছাড়।
Shun evil company.
3.স্কুল পুরোদমে চলছে।
The school is in full swing.
4.তার নাম কাটা গেল।
His name has been struck
off.
5.এ বিষয়ে মতভেদ আছে।
Opinions differ on this subject.
6.আমি চেষ্টার আর কিছু বাকি রাখিনি।
I have left no stone unturned.
7.সে আইন আর চলে না।
That law is no more in
force.
8.তাকে লজ্জা দিও না।
Do no put him to shame.
9.এ বাড়ীটি ভাড়া দেয়া হবে।
The house is to let.
10.আমার ঠান্ডা লেগেছে।
I have caught a cold.
11.নিজের চরকায় তেল দাও।
Oil your own machine.
12.এই নাও তোমার বকশিস।
Here's your tip.
13.সব ব্যাপারে নাক গলাবে না!
Don't get nosy!
14.তাতে তোমার কি?
what's it to you?
15আমার কলমের কালি শেষ
হয়েগেছে।
My pen has run out.
.
বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে
আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T=(Thanks),
G=(Good),
B=(Bad),
N=(Nice),
O=(Osthisr).
.
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আর ভাল
পোষ্টে নিয়ে হাজির

Spoken English আমরা Pronoun যা যা আছে তাই শিখবো:–পার্ট-31

আজকে আমরা Pronoun যা যা আছে তাই শিখবো:
.
I - আমি ------------------You -তুমি
She - সে------------- ------He - সে
Your - তোমাদের ------------Me- আমাকে
Them -তাদেরকে ------------- Him- তাকে
Their - তাদের--------------------Whome - কাকে
Who- কে------------- ------------Wha t- কি
This- এই------------- ----------That - ঐ
Each- প্রত্যেকটি----- -----Each Other- একে
অপরের
It- ইহা------------ ---------Us- আমাদের
TheY- তারা----------- ---We- আমরা
Our- আমাদের--------- ------Your- তোমার
Her- তার------------ ---------Mine- আমার
Whose- কার------------ ------Which- কোন
EverYone - প্রত্যেক------- ------Another- অন্যের
Those- ঐগোলো---------- ---These- এইসব
Everybody- প্রত্যেকে------ ----Myself - আমি নিজে
.
Like / Comment / Share থেকে আমরা কোন টাকা
পয়সা পাই না । আপনাদের লাইক কমেন্টই আমাদের
প্রতি আপনাদের ভালবাসার বহিঃপ্রকাশ ।

Spoken English কিছু অনুবাদ জেনে নিই–পার্ট-30

আসুন কিছু গুরুত্বপূর্ণ বাক্য জেনে নিই:
I Did = আমি করেছিলাম,
I Didn't Do = আমি করিনি,
We Did = আমরা করেছিলাম,
We Didn't Do = আমরা করিনি,
You Did = তুমি করেছিলে,
You Didn't Do = তুমি করোনি,
You Did = তোমরা করেছিলে,
You Didn't Do = তোমরা করোনি,
He Did = সে করেছিল,
He Didn't Do = সে করেনি,
She Did = সে করেছিল,
She Didn't Do = সে করেনি,
They Did = তাহারা করেছিল,
They Didn't Do = তাহারা করেনি,
It Did = ইহা করেছিল,
It Didn't Do = ইহা করেনি।
Like / Comment / Share থেকে আমরা কোন টাকা
পয়সা পাই না । আপনাদের লাইক কমেন্টই আমাদের
প্রতি আপনাদের ভালবাসার বহিঃপ্রকাশ ।

Spoken English কিছু শব্দার্থ জেনে নিই:।–পার্ট- 29

আসুন কিছু শব্দার্থ জেনে নিই:
.
1. Ability(এবিলিটি)- যোগ্যতা
.
2. Import(ইম্পোর্ট)- আমদানি
.
3. Interior(ইনটেরিয়র)- ভিতরে
.
4. Maximum(ম্যাক্সিমাম)- সর্বোচ্চ
.
5. Episode(এপিসোড)- পর্ব
.
6. Majority(মেজরিটি)- বহুমত
.
7. Optimist(অপটিমিষ্ট)- আশাবাদী
.
8. Superior(সুপারিয়র)- শ্রেষ্ঠতর
.
9. Ancient(এনসিয়েণ্ট)- প্রাচীন, পুরাতন
.
10. Admire(এ্যাডমায়ার)- প্রশংসা করা
.
11. Barren(ব্যারেন)- অনুর্বর
.
12. Blunt(ব্লান্ট)- ভোঁতা
.
13. Broad(ব্রড)- চওড়া, প্রশস্ত
.
14. Despise(ডেসপাইজ)- ঘৃণা করা
.
15. Timid(টিমিড)- ভীতু
.
লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন |

Spoken English কিছু অনুবাদ জেনে নিই–পার্ট- 28

আসুন কিছু অনুবাদ জেনে নিই–।
.
1.এক আকাশ ভালবাসা তোমাকে দেব
-I will give you a skilful love
.
2.বিনিময়ে তুমি শুধু মোনটা দিও
-Give me your mind only In return.
.
3.রাতের তারা হয়ে পথ দেখাবো তোমায়
-I will show you the path being star in the night.
.
4.তুমি শুধু এক পলক আমায় দেখিও
-Just throw a glance at me.
.
5.প্রেমের বানে ভাসাব তোমায়
–I will make you float with the flood of love.
.
6.দেখবে চেয়ে ঝড়
-The storm will keep seeing
.
7.আমি হব আপন তোমার
–I will be your own
.
8.সবাই হবে পর
-All will be others
.
Pz like comments + share

Spoken English কিছু উপমাবাচক শব্দ শিখে নি।–পার্ট- 27

উপমাবাচক শব্দ:
.
1. As bitter as gall (এ্যাজ বিটার এ্যাজ গল) পিত্তের মত তিক্ত
.
2. As blind as a mule (এ্যাজ ব্লাইণ্ড এ্যাজ এ মিউল) খচ্চরের মত অন্ধ
.
3. As blithe as a bee (এ্যাজ ব্লিদ এ্যাজ এ বি) মৌমাছির মত প্রসন্ন
.
4. As brave as a lion (এ্যাজ ব্রেভ এ্যাজ এ লায়ন) সিংহের মত সাহসী
.
5. As bright as day (এ্যাজ ব্রাইট এ্যাজ ডে) দিনের মত স্বচ্ছ
.
6. As bright as silver (এ্যাজ ব্রাইট এ্যাজ সিলভার) রুপার মত উজ্জ্বল
.
7. As brisk as a butterfly (এ্যাজ ব্রিস্ক এ্যাজ এ বাটারফ্লাই) প্রজাপতির মত চঞ্চল
.
8. As busy as a bee (এ্যাজ বিজি এ্যাজ এ বি) মৌমাছির মত তৎপর
.
9. As changeable as weather (এ্যাজ চেঞ্জেবল এ্যাজ ওয়েদার) আবহাওয়ার মত পরিবর্তনশীল
.
10. As cheerful as a lark (এ্যাজ চিয়ারফুল এ্যাজ এ লার্ক) চাতকের মত প্রসন্ন
.
11. As clear as day (এ্যাজ ক্লিয়ার এ্যাজ ডে) দিনের মত পরিষ্কার
.
12. As cold as ice (এ্যাজ কোল্ড এ্যাজ আইস) বরফের মত ঠাণ্ডা
.
আপনাদের জন্য-
*কয়লার মত কালো* - এর ইংরেজি কি হবে?

Spoken English কিছু গুরুত্বরপূর্ণ শব্দ অর্থ .পার্ট- 26

গুরুত্বরপূর্ণ শব্দ অর্থ .
Why = কেন
Cain=হত্যাকারী৷
.
Fruit = ফল
Fall = পড়ে যাওয়া৷
.
Egg = ডিম
Dim = ঝাপসা৷
.
Sister = বোন
Bone = হাঁড়৷
.
Green coconut = ডাব
Dove = ঘুঘু৷
.
Falcon = বাজ পাখি
Buzz = ভন ভন শব্দ৷
.
Fish = মাছ
Much = অনেক৷
.
Fist = কিল
Kill = হত্যা করা৷
.
Island = দ্বীপ
Dip = ডুব দিয়ে উঠা৷
.
What = কী
Key = চাবি৷
.
Trap = ফাঁদ
Fad = শখ৷
.
Four = চার
Char = পুঁড়িয়ে অঙ্গার করা৷
.
আপনার ব্যস্ততা শেষে পড়তে শেয়ার করে নিজের
টাইমলাইনে রাখতে পারেন।
.
বেশি বেশি পড়ুন। জানুন। আত্মবিশ্বাস ধরে রাখুন।
আপনি পারবেন। আপনাকে পারতে হবেই।
.
মজা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Spoken English কিছু TENSE-এর সাথে সাথে বাক্য গঠন করা শিখে নি।–পার্ট- 25

¤আসুন TENSE-এর সাথে সাথে বাক্য গঠন করা শিখে নি।
Present Indefinite Tense
বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে
হয় বা হয়ে থাকে, এরূপ বোঝালে Verb-
এর Present Indefinite Tense হয়।
চিরন্তন সত্য, নিকট ভবিষ্যত্, অভ্যাস, প্রকৃতি
বোঝাতেও Present Indefinite Tense হয়।
গঠন প্রণালি: Subject + মূল Verb +
object.
01. আমরা বাংলাদেশে বাস করি
— We live in Bangladesh.
০২. সূর্য পূর্ব দিকে উদিত হয়
— The sun rises in the east.
০৩. পাখিরা আকাশে ওড়ে
— Birds fly in the sky.
০৪. গোলাপের গন্ধ মিষ্টি
— The rose smells sweet.
০৫. তোমরা ভাগ্যবান
— You are lucky.
০৬. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়
— The sun sets in the west.
০৭. পৃথিবী গোল
— The earth is round.
০৮. বিড়াল ইঁদুর মারে
— The cat kills mouse.
০৯. কামাল সত্য কথা বলে
— Kamal speaks the truth.
১০. পদ্মা একটি বড় নদী
— The Padma is a big river.
১১. বাঙালিরা সাহসী
— The Bangalese are brave.
১২. মানুষ মরণশীল
— Man is mortal.
১৩. ইংরেজরা চতুর
— The English are clever.
১৪. সে ভালো ইংরেজি জানে
— He knows English well.
১৫. চন্দ্র উজ্জ্বল
— The moon is bright.
১৬. তিনি সম্মানী লোক
— He is an honourable man.
১৭. মিতু বিদ্যালয়ে যায়
— Mitu goes to school.
১৮. গরু উপকারী জন্তু
— The cow is a useful animal.
১৯. রানা অঙ্কে দুর্বল
— Rana is weak in math.
২০. চাকরটি বিশ্বাসী
— The servant is faithful.
২১. ভাইকে ভালোবাস
— Love your brother.
২২. মা-বাবাকে মান্য করো
— Obey your parents.
২৩. লোকটি মিথ্যা কথা বলে
— The man tells a lie.
২৪. তিনি একজন কৃষক
— He is a farmer.
২৫. মৌমাছি ক্ষুদ্র পোকা
— Bee is a small insect.
২৬. ভোর হয়েছে
— It is morning.
২৭. সে (স্ত্রী) বুদ্ধিমতী
— She is intelligent.
২৮. তোমরা খুব চালাক
— You are very clever.
২৯. জুয়েল একজন সত্ বালক
— Jewel is an honest boy.
৩০. তার দেরি হয়েছে
— He is late.
৩১. রোববারে এসো
— Come on Sunday.
৩২. কিছুক্ষণ অপেক্ষা করো
— Wait for some time (a while).
৩৩. ইহার একটি লেজ আছে
— It has a tail.
৩৪. অভির একটি শার্ট আছে
— Avi has a shirt.
৩৫. পিঁপড়ার ছয়টি পা আছে
— The ant has six legs.
৩৬. মার্কিনরা ধনী
— The Americans are rich.
৩৭. বাঙালিরা কর্মঠ
— The Bengalese are active.
৩৮. কাক কুিসত পাখি
— The crow is an ugly bird.
৩৯. আমি রোজ স্কুলে যাই
— I go to school everyday.
৪০. সে বোকা
— He is foolish.
৪১. এগুলো সবুজ
— These are green.
৪২. ইহা একটি একমুখো রাস্তা
— It is a one way road.
৪৩. ঠিক ঠিক উত্তরা দাও
— Answer to the point.
৪৪. ময়না সুন্দর পাখি
— The Mayna is pretty/
৪৫. গরু নিরীহ প্রাণী
— The cow is a humble animal.
৪৬. আমি ইত্তেফাক পড়ি
— I read the Ittefaq.
৪৭. এখন সাড়ে চারটা
— Now it is half past four.
৪৮. চাঁদ উঠেছে
— The moon is up.
৪৯. দিন শেষ হয়েছে
— The day is over.
৫০. আটটা বেজেছে
— It is 8.00 o’clock.
৫১. সময় এসেছে
— The time has come.
৫২. পরীক্ষা শেষ হয়েছে
— The examination is over.
৫৩. এখন পাঁচটা বাজে
— It is 5.00 o’clock now.
৫৪. এখন সাড়ে চারটা বাজে
— It is half past four now.
৫৫. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে
— The earth moves round the sun.
৫৬. হিমালয় ভারতের উত্তরে
— The Himalayas are in the north of India.
৫৭. তাদের প্রচুর টাকা আছে
— They have plenty of money.
৫৮. আমি একটায় স্কুল থেকে আসি
— I come from school at 1.00 p.m.
৫৯. আমাকে একটি এক টাকার নোট দাও
— Give me a one taka note.
৬০. লোহা একটি প্রয়োজনীয় জিনিস
— Iron is a useful thing.
৬১. আব্বা খবরের কাগজ পড়েন
— Father reads the newspaper.
৬২. আমি কাউকে ভয় পাই না
— I am not afraid of anybody.
৬৩.আমরা শিক্ষককে সম্মান করি
— We respect our teacher.
৬৪. সততা সর্বোৎকৃষ্ট পন্থা
— Honesty is the best policy.
৬৫. বাংলা একটি মধুর ভাষা
— Bangla is a sweet language.
৬৬. জলি নিয়মিত পড়াশোনা করে
— Jolly studies regularly.
৬৭. চাঁদ রাতে কিরণ দেয়
— The moon shines at night.
৬৮. তিনি জাহাজটির অধিনায়ক
— He is the captain of the ship.
৬৯. আমি সাড়ে আটটায় স্কুলে যাই
— I go to school at 8.30 a.m.
৭০. আমি রিকশায় স্কুলে যাই
— I go to school by rickshaw.
৭১. মেয়েটি সত্য কথা বলে
— The girl speaks the truth.
৭২. যুবকটি মিথ্যা কথা বলে
— The young man tells a lie.
৭৩.ঘড়ির দুটি কাঁটা আছে
— The clock has two hands.
৭৪. ফুল দেখতে খুব সুন্দর
— Flower looks very beautiful.
৭৫. গাধা ভারবাহী পশু
— The ass is a beast of burden.
৭৬. বাঘ হিংস্র পশু
— The tiger is an wild/ferocious animal.
৭৭. কাঠ একটি প্রয়োজনীয় বস্তু
— Wood is a useful thing.
৭৮. তিনি দিনে ঘুমান না
— He does not sleep by day.
৭৯. তুমি সৎ নও
— You are not honest.
৮০. সে সত্য কথা বলে না
— He does not speak the truth.
৮১. আমি আরবি জানি না
— I do not know Arabic.
৮২. বাবা চা পান করেন না
— Father does not drink tea.
৮৩. সে সাঁতার কাটে না
— He does not swim.
৮৪. তোমরা ক্রিকেট খেলো না
— You do not play cricket.
৮৫. আমার সময় নেই
— I have no time.
৮৬. সে মিথ্যা কথা বলে না
— He does not tell a lie.
৮৭. তোমার বস্ত্র নেই
— You have no clothe.
৮৮. টেবিলটির পায়া নেই
— The table has no l
Pz like,comments+share,

Spoken English কিছু অনুবাদ জেনে নিই–পার্ট- 24

আসুন কিছু অনুবাদ জেনে নিই–।
সত্যিকার ভালবাসা হল, যখন একটি ছেলে একটি
মেয়ের কাছে কিস চায় এবং
→True love is when a Boy ask the girl for a kiss and
.
মেয়েটি সহজভাবে তার চোখ বন্ধ করে এবং কিস করার
অনুমতি দেয়...
→The Girl simply close her eyes and allow the boy for a kiss.
.
কিন্তু ছেলেটি কপালে কিস করে এবং বলে
→But the boy kisses on the forehead and says
.
ওটা করার জন্য আমার পুরো জীবন আছে।
→I have a whole life to Do that.
.
মেয়েদের সন্মান করতে শিখুন।
→Learn to respect the girls.
.
সৎ ভাবে ভালবাসতে শিখুন।
→Try to love honestly.
.
তবেই প্রকৃত ভালবাসা পাবেন।
→Then you would get real love.
.
.

Recent

Top 5 betting site in Bangladesh

Top 5 betting site in Bangladesh    1: Megapari :  MegaPari is a popular betting app that is available in Bangladesh. The app offers a wide ...