অনেক কষ্ট করে কারো কাছ থেকে প্রয়োজনীয় ডাটা আনলেন কিংবা কাউকে ডাটা
কপি করে দিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আপনার সেই প্রয়োজনীয় ডাটা গুলো সব
উধাউ! আছে শুধু ধ্বংসাবশেষ মানে সেই ডাটা গুলোর কিছু শর্টকাট ফোল্ডার।
শর্টকাটে ক্লিক করলেন কিন্তু কনো ডাটা নেই! আপনার এন্টিভাইরাস দিয়ে
স্ক্যান করলেন কিন্তু কনো ভাইরাস পেলেন না। ড্রাইভের প্রোপারটিজে দেখলেন
সেখানে ডাটা কপি করার পর যে সাইজ ছিল এখনো সেই সাইজই আছে! কিন্তু ডাটা গুলো
নেই! মাথাটা তো পুরাই নষ্ট তাইনা? এখন কি করবেন?
শর্টকাট ভাইরাস!! জী ভাই...এইসব কান্ড-কারখানা যিনি করতেছেন সেই ভদ্রলোকটির নাম শর্টকাট ভাইরাস। পেন্ড্রাইভে, পোরট্যাবল হার্ডডিস্কে বা যেকোনো রিমুভ্যাবল ডিভাইসে করে যারা ডাটা কপি বা শেয়ার করে থাকেন তাদের কম্পিউটারে এই ভদ্রলোকটি প্রায়ই বেড়াতে আসেন এবং সাথে গিফট হিসেবে আপনার জন্য নিয়ে আসে অনেক যন্ত্রনা!
তো আসুন এই শর্টকাট ভাইরাস সম্পর্কে একটু জানা যাকঃ
এটি আসলে একটি Latent Trojan Virus (সুপ্ত ট্রোজান ভাইরাস)। Latent Trojan Virus এইজন্যে বলা হয় কারন এদেরকে কোন এন্টিভাইরাস সহজে ডিটেক্ট করতে পারে না। এরা ততক্ষণ পর্যন্ত ছড়ায় না যতক্ষণ না পর্যন্ত আপনি শর্টকাটে ক্লিক করবেন। একবার যদি ভুলেও শর্টকাটে ক্লিক করে ফেলেন তাহলে এই ভাইরাস আপনার পুরো ড্রাইভে ছড়িয়ে যাবে এবং আপনার ডাটা গুলো সব হাইড করে ফেলবে।
এই ভাইরাসটি মূলত কিভাবে কাজ করে?
এটি আপনার ফাইলের Attribute এবং আপনার ফাইলের Location (পথ) চেইঞ্জ করে হাইড করে ফেলে এবং আপনার ফাইলটির একটি ফেইক শর্টকাট তৈরি করে। যার ফলে আপনার ড্রাইভের সাইজ ঠিকই থাকে কিন্তু ডাটা গুলো উধাউ হয়ে যায়।
এধরনের ভাইরাস থেকে বেঁচে থাকতে পূর্ব সাবধানতাঃ
প্রথমে CCleaner install করুন তারপর CCleaner ডাবল ক্লিক করে রান করান। তারপর Tools থেকে Startup যান
তারপর Startup থেকে Autolt3.exe , Windowsupdate, GoogleUpdate , এই তিনটি খুজেঁ নিয়ে Startup থেকে সেগুলো ডিলিট করে দিন । এইবার পিসি Restart করুন । এইবার Search bar থেকে Autolt3 লিখে All ড্রাইভ Search করুন তারপর নিচের ছবির মতো Open File location এ ক্লিক করুন ।
তারপর নিচের ছবির মতো আসলে সব ডিলিট করে দিন ।
এই ভাবে প্রতিটা ড্রাইভ থেকে উপরের ছবির ফাইল গুলো খুজেঁ সব ডিলিট করে দিন ।
এই বার যে ড্রাইভে শর্টকাট ভাইরাস গুলো রয়েছে সেই ড্রাইভে ShortCut Virus এর ফাইল/ফোল্ডার থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিন। এবার ড্রাইভে যদি আপনার সেই ডাটা গুলো বাদে অতিরিক্ত বা সন্দেহজনক কোন ফাইল/ফোল্ডার থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিন।
ব্যাস কাজ শেষ! এখন নতুন করে ShortCut Virusআসবেনা ।
ব্যাস! কাহিনী শেষ!
তারপরও যদি আপনি কাহিনী শেষ না করতে পারেন তাহলে আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন - https://www.facebook.com/BDComputeravi
শর্টকাট ভাইরাস!! জী ভাই...এইসব কান্ড-কারখানা যিনি করতেছেন সেই ভদ্রলোকটির নাম শর্টকাট ভাইরাস। পেন্ড্রাইভে, পোরট্যাবল হার্ডডিস্কে বা যেকোনো রিমুভ্যাবল ডিভাইসে করে যারা ডাটা কপি বা শেয়ার করে থাকেন তাদের কম্পিউটারে এই ভদ্রলোকটি প্রায়ই বেড়াতে আসেন এবং সাথে গিফট হিসেবে আপনার জন্য নিয়ে আসে অনেক যন্ত্রনা!
তো আসুন এই শর্টকাট ভাইরাস সম্পর্কে একটু জানা যাকঃ
এটি আসলে একটি Latent Trojan Virus (সুপ্ত ট্রোজান ভাইরাস)। Latent Trojan Virus এইজন্যে বলা হয় কারন এদেরকে কোন এন্টিভাইরাস সহজে ডিটেক্ট করতে পারে না। এরা ততক্ষণ পর্যন্ত ছড়ায় না যতক্ষণ না পর্যন্ত আপনি শর্টকাটে ক্লিক করবেন। একবার যদি ভুলেও শর্টকাটে ক্লিক করে ফেলেন তাহলে এই ভাইরাস আপনার পুরো ড্রাইভে ছড়িয়ে যাবে এবং আপনার ডাটা গুলো সব হাইড করে ফেলবে।
এই ভাইরাসটি মূলত কিভাবে কাজ করে?
এটি আপনার ফাইলের Attribute এবং আপনার ফাইলের Location (পথ) চেইঞ্জ করে হাইড করে ফেলে এবং আপনার ফাইলটির একটি ফেইক শর্টকাট তৈরি করে। যার ফলে আপনার ড্রাইভের সাইজ ঠিকই থাকে কিন্তু ডাটা গুলো উধাউ হয়ে যায়।
এধরনের ভাইরাস থেকে বেঁচে থাকতে পূর্ব সাবধানতাঃ
- প্রথমেই যে ড্রাইভে ডাটা কপি করবেন বা যে ড্রাইভ থেকে ডাটা নিবেন সেই ড্রাইভটি এন্টিভাইস দিয়ে স্ক্যান করে নিন।
- ডাটা কপি করার সময় চেষ্টা করবেন যে ড্রাইভে ডাটা কপি করবেন সেই ড্রাইভে না ঢুকে Copy to অপশন দিয়ে সরাসরি সেই ড্রাইভে ডাটা সেন্ড করতে।
- সন্দেহজনক নামের কোন ফাইল দেখলে তাতে ভুলেও ক্লিক করবেন না। কেননা ভাইরাস ততক্ষণ পর্যন্ত ছড়ায়না যতক্ষণনা পর্যন্ত আপনি ভাইরাসের উপর ক্লিক করবেন।
প্রথমে CCleaner install করুন তারপর CCleaner ডাবল ক্লিক করে রান করান। তারপর Tools থেকে Startup যান
তারপর Startup থেকে Autolt3.exe , Windowsupdate, GoogleUpdate , এই তিনটি খুজেঁ নিয়ে Startup থেকে সেগুলো ডিলিট করে দিন । এইবার পিসি Restart করুন । এইবার Search bar থেকে Autolt3 লিখে All ড্রাইভ Search করুন তারপর নিচের ছবির মতো Open File location এ ক্লিক করুন ।
তারপর নিচের ছবির মতো আসলে সব ডিলিট করে দিন ।
এই বার যে ড্রাইভে শর্টকাট ভাইরাস গুলো রয়েছে সেই ড্রাইভে ShortCut Virus এর ফাইল/ফোল্ডার থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিন। এবার ড্রাইভে যদি আপনার সেই ডাটা গুলো বাদে অতিরিক্ত বা সন্দেহজনক কোন ফাইল/ফোল্ডার থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিন।
ব্যাস কাজ শেষ! এখন নতুন করে ShortCut Virusআসবেনা ।
ব্যাস! কাহিনী শেষ!
তারপরও যদি আপনি কাহিনী শেষ না করতে পারেন তাহলে আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন - https://www.facebook.com/BDComputeravi
No comments:
Post a Comment
tnx