ইংরেজি একই বর্ণেরক বিভিন্ন উচ্চারণ।
¤বাংলাতে 'স' দিয়ে যে কোন শব্দই রচনা হোক না
কেন,
তার উচ্চারণের কোন প্রভেদ হয় না।কিন্তু
ইংরেজিতে সব সময় তা হয় না।
CENT এর উচ্চারণ সেন্ট,CANT এর উচ্চারণ কান্ট।
এই রকম আরও অনেক শব্দ নীচে দেওয়া হল।
1.Cএর পর E,I,Y থাকলে উচ্চারণ 'স' এর মত হবে।
উদাহরণঃ
1.receive (রিসীভ) নেওয়া।
2.cinema (সিনেমা) ছায়াচিত্র।
3.niece (নীস) ভাইঝি,ভাগ্নি।
4.icy (আইসী) বরফের মত।
5.century (সেনচুরী) শতাব্দী,শত।
6.circle (সার্কল) বৃত্ত।
7.citizenship (সিটিজেনশিপ) নাগরিকতা।
8.rice (রাইস) চাল।
9.cyclon (সাইক্লোন) ঘুর্ণিঝর।
10.piece (পীস) টুকরো।
11.celebrate (সেলিব্রেট) উৎসব পালন করা।
12.certificate (সার্টিফিকেট) প্রশংসা পত্র।
13.source (সোর্স) উৎস।
2.Cএর পর A,O,U,K,T থাকলে উচ্চারণ 'ক ' এর মত
হবে।
3..Cএর পর IA,EA থাকলে উচ্চারণ 'শ' এর মত হবে।
2,3 পেতে পরবর্তী (34)পর্বের প্রতি নজর রাখুন।
No comments:
Post a Comment
tnx