Translate

Music

Showing posts with label Easy spoken English course. Show all posts
Showing posts with label Easy spoken English course. Show all posts

Wednesday, September 02, 2015

Spoken English কিছু প্রয়োজনীয় ইংরেজী শব্দ অর্থ জেনে নিই পার্ট- 23

আসুন প্রয়োজনীয় ইংরেজী শব্দ অর্থ জেনে নিই–।
1.ইংরেজি Madam, Level=স্তর ও
Reviver=সমালোচক । শব্দকে উল্টো
করে পড়লে একই হবে।
2.“A quick brown fox jumps over
the lazy dog”=অলস কুকুরটির উপর
দিয়ে একটি সত্বর বাদামী রঙের
শিয়াল লাফ দিলো।
বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
3.“ I am” সবচেয়ে ছোট ইংরেজি
বাক্য।
4.“Education” ও “Favourite” শব্দে
সবগুলো vowel
আছে।
5.“Abstemious(অ্ যাবসটি'মিয়াস্):
মিতাচারী ,স্বল্পাহারী।
ও Facetious( ফ্যাসীশাস্ ):রসিক,
শব্দে সবগুলো
vowel আছে। মজার ব্যাপার হল শব্দের
vowel
গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
6.ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q
এর
পরে u আছে।
7.একই অক্ষরের পুনরাবৃত্তি না করে
সবচেয়ে
দীর্ঘ শব্দ হল Uncopyrightable .
8.Rhythm(রিদম্): ছন্দ,তাল,ছড়া।
সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার
মধ্যে vowel নাই।
9.Floccinaucinih ilipilification
=তুচ্ছ জ্ঞান করা।
সবচেয়ে বেশি
vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel
আছে।
10.vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A
(একটি)
ও I (আমি) ।
11.vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল
By:দিয়ে, দ্বারা।
12.গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ
উপায়হল
গাধা-গাধা-আমি-জ াতি।
13.Lieutenant শব্দের উচ্চারণ
লেফট্যান্যান্ট
বানান মনে রাখার সহজ উপায় হল
মিথ্যা-
তুমি-দশ-পিপড়া।
14.University লেখার সময় v এর পরে e ব্যবহৃত
কিন্তু Varsity লেখার সময় v এর পরে a
ব্যবহৃত
হয়।
15.“Uncomplimenta ry”=নিন্দাজনক.
শব্দে সবগুলো vowel
আছে। মজার ব্যাপার হলশব্দের vowel
গুলো
উল্টো ক্রমানুসারে ( u-o-i- e-a) আছে।
16.“Exclusionary” =বর্জনীয় ৫টি
vowel সমৃদ্ধ এমন একটি
শব্দ যার মধ্যে কোন অক্ষরের
পূনারাবৃত্তি
নাই।
17.”study, hijak, nope, deft:দক্ষ”
শব্দগুলোর প্রথম ৩
টি অক্ষর ক্রমানুসারে আছে।
18.“Executive ও Future“এমন দুটি শব্দ
যাদের এক
অক্ষর পর পর vowel আছে।
19.Mozambique এমন একটি দেশের
নাম যাতে
সবগুলো vowel আছে।
20.A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী
অক্ষর ও
সংখ্যা আছে।
23.Stewardesses হল সবচেয়ে বড়
ইংরেজি শব্দ
যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত
ব্যবহৃত
হয়।
24.Dreamt (dream:স্বপ্ন দেখা, এর
past form একমাত্র) ইংরেজি শব্দ
যার শেষে
mt আছে ।
25.ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের
শেষে
ceed আছে । সেগুলো হলঃ
proceed:এগিয়ে যান ,
exceed:অতিক্রম ,
succeed:সফল।
26.Almost(প্রায়) সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যার
বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
27.ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে
যাদের
শেষে dous আছে। এগুলো হলঃ
tremendous:অসাধ ারণ ,
horrendous:ভয়ংক র,
stupendous:বিস্ ময়কর
,hazardous:বিপজ ্জনক।
28.Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যা
কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত
হয়।
29.screeched হল এক syllable বিশিষ্ট
সবচেয়ে
বড় ইংরেজি শব্দ।
30.Underground এমন একটি শব্দ যা
প্রথম ৩টি
অক্ষর und শেষেও রয়েছে।
31.set শব্দের সবচেয়ে বেশি অর্থ
রয়েছে।
32.therein(তাহাতে ):এমন একটি শব্দ
যা থেকে কোন রকম
সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী
করা
যায়।সেগুলো হলঃ the, there, he, in,
rein( লাগাম), her,
here, ere(পূর্বে):the rein, herein.
33.Typewriter সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যা
কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি
ব্যবহৃত
হয়।
34.Indivisibility (অবিভাজ্যতা):এম ন
একটি শব্দ যাতে একটি
মাত্র vowel i ৬ বার আছে।
35.Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর
oo,kk,ee
পাশাপাশি আছে।
36.understudy এমন একটি শব্দ যাতে
৪টি
ক্রমিক অক্ষর rstu আছে।
37.queue একমাত্র ইংরেজি শব্দ যার
শেষের
৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয,

Spoken English কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–পার্ট- 22

আসুন TENSE জেনে নিই–।
Present Indefinite Tense:
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা
অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য
বোঝালে Present Indefinite Tense
হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও,
এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।
Structure:
Subject + Main Verb + Object.
Example:
- আমি ভাত খাই – I eat rice.
- আমি স্কুলে যাই – I go to
school.
- সে প্রতিদিন স্কুলে যায় – He
goes to school every day.
- তুমি বই পড় – You read a book.
- সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে
যায় – He goes to bed at ten
pm every day.
- সূর্য পূর্ব দিকে উদিত হয় – The
sun rises in the East.
- পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে
জমাট বাধে – Water freezes at
0° centegrade.
Note - Subject third person
singular number (he, she, it,
কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা
প্রাণীর নাম) বোঝালেverb এর
শেষে s বা es বসে।
Present Continious Tense:
Present continious tense is
used whenan action is
continiued or going to be
continued in near future.
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট
ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে
present continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে
তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি,
চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
Structure:
Subject + be verb (number ও
person অনুযায়ী বসবে) + verb +
ing + object.
Example:
- আমি ভাত খাইতেছি – I am
eating rice.
- আমি স্কুলে যাইতেছি – I am
going to school.
- সে স্কুলে যাইতেছে – He is
going to school.
- তুমি/ তোমরা বই পড়িতেছ – You
are reading book.
- আমি আজ রাতে ঢাকা যাব – I am
going to Dhaka tonight. (Near
future)
- আপনি কি আজ বিকালে মীটিং এ
আসছেন – Are you coming to the
meeting this afternoon? (Near
future)
Note - I এর পর am বসবে। He,
She, it এবং অন্যসব third
person singular number এর
পর is বসবে। We, you, they এবং
Plural subject এর শেষে are
বসে।
Present Perfect Tense:
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল
এখনও বর্তমান আছে (অপ্রকাশিত),
এরূপ বোঝালে Present perfect
tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে,
য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ,
ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন
ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি
নাই, খাইনি, খাই নাই, বোঝালে
Present perfect tense হয়।
Structure:
Subject + have/has + past
participle + object.
Example:
- আমি ভাত খাইয়াছি – I have
eaten rice.
- আমি স্কুলে গিয়েছি – I have
gone to school.
- সে স্কুলে গিয়েছি – He has
gone to school.
- আমি ভাত খাইনি – I have not
eaten rice.
- তারা/তাহারা কাজটি করিয়াছে
– They have done the work.
- সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে –
He/she has studied for hours.
- তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে -
They have just played football.
- সে এইমাত্র ফুটবল খেলিয়াছে –
He has just played football.
Note - Subject third person
singular number (he, she, it
কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা
প্রাণীর নাম) বোঝালেhas বসবে
। I, we, you, they এবং অন্যসব
plural subject এর শেষে have
বসবে।
Present Perfect Continuous
Tense
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও
চলছে এরূপ বোঝালে Present
perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ,
তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে,
চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি
উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের
উল্লেখ থাকে।
Structure:
Subject + has been/have been +
main verb + ing + since/from/
for + object.
Example:
- আমি দুই দিন ধরে কাজটি
করিতেছি – I have been doing
this work for two days.
- সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে –
He has been reading for two
hours. (নির্দিষ্ট সময়)
- সে সকাল থেকে পড়িতেছে– He
has been reading since
mourning.
- সে তিন বছর যাবৎ এই স্কুলে
পড়িতেছে – He/She has been
reading in this school for
three years.
- ছেলেবেলা হতে সে এখানে বাস
করিতেছে – He has been living
here from his boyhood.
- ফাহিম গত সোমবার হইতে জ্বরে
ভুগিতেছে – Fahim has been
suffering from fever since
sunday last.
Note - Subject third person
singular number (he, she, it
কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা
প্রাণীর নাম) বোঝালে has
been বসবে । I, we, you, they
এবং অন্যসব plural subject এর
শেষে have been বসবে।
Note - এক্ষেত্রে since
ব্যাবহার হবে শুধুমাত্র point of
time (past tense) এর ক্ষেত্রে।
দিন কিংবা বার এর ক্ষেত্রে
since or from হয়।
সব tense এর ক্ষেত্রে from
ব্যাবহার করা যায়।
অনেক বেশি সময় এর ক্ষেত্রে,
কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from
ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে
অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের
ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার
হয়।
PZ LIKE COMMENTS + SHARE

Spoken English কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–পার্ট- 21

1:Who?
কে/কে কে/কারা/যে/যারা?.
Who is he?
কে সে?
Who do come
কে কে আসে?
Who does come
কে আসে?
Who does know?
কে জানে?
Does he can?
সে কি পারে?
Who do laugh?
কে কে / কারা
হাসে?
Who are they?
ওরা/তারা কারা?
Do you know who the girl is?
তুমি কি চিনো মেয়েটি কে?
Who do you have in your family?
তোমার পরিবারে কে কে আছে?
I know who good are
আমি জানি কারা ভালো ।
They will win who are play good .
যারা ভালো খেলে তারা জিতবে।
2:What ?
কি/কি কি/কোন্?।
What the hell are you talking
you?
তুমি কি ফালতু কথাবার্তা বলছো?
What are they like ?
তারা কি কি পছন্দ করে?
What do like they
তারা কি পছন্দ করে?
What does he like?
সে কি পছন্দ করে?
What class do you read in?
তুমি কোন্ শ্রেণীতে পড়ো?
What's Dhaka famous for?
ঢাকা কি জন্য বিখ্যাত?
What does your father do for
work?
তোমার বাবা কি কাজ করেন?
What do you want?
তুমি কি চাও?
What does he want?
সে কি চায়?
What are good quality do you
have?
তোমার কি কি ভাল গুণ রয়েছে?
×Ads by CinemaPlus-3.2c 3:Whom?
কাকে?।
তুমি কাকে ভালোবাসো?
Whom do you love?
সে কাকে পছন্দ করে?
Whom does she like?
আপনি কাকে খোঁজছেন?
Whom are you looking
for?
তুমি কাকে চেয়েছিলে?
Whom did you want?
তুমি কাকে বিয়ে করবে?
Whom will you get marry?
4:Which?
কোনটি/কোক্?।
তুমি কোনটি চাও?
Which do you want?
তোমার ভাই কোন্ কলেজে পড়ে?
Which college does your brother read in?
তুমি কোন ফলটি সবচেয়ে বেশি পছন্দ
করো?
Which flower do you prefer?
সে কোন্ সিম ব্যবহার করে?
Which sim does he use?
মাওয়া কোন্ কাজে পারদর্শী?
Which work does Mawa expart in?
/In which work does Mawa expart?
তারা কোন্ খাবার টি পছন্দ করে?
Which food do they like ?
×Ads by CinemaPlus-3.2c 5:When=কখন ?।
তুমি কখন প্রেমে পড়েছিলে
When did you fall in love?
মেয়েটি কখন রাজি হয়েছিলো?
When the girl did agree?
মাওয়া কখন আসে?
When does Mawa come?
তুমি কখন আমার বধূ হয়ে আসবে?
When will you come being mine
wife?
6:Why=কেন?
তুমি কেন ইংরেজি শিখতে চাওনা?
Why don't you want to learn English?
তুমি এখানে কেন?
Why are you here?
সে কেন আসেনি?
Why didn't she come?
তোমাকে এত বিষন্ন লাগছে কেন?
Why are you looking so
depressed?
7:Where? = কোথায়?
তোমার বাসা কোথায়
Where is your residence?
তোমার গ্রামের বাড়ি কোথায়?
Where is your village's home?
তোমার বাবা মা কোথায় থাকে/বাস
করে?
Where do your parents
live?
মাওয়ার বইটা কোথায়?
Where is the Mawa's book?
বিকালে তোমরা কোথায় ঘুরতে যাও?
Where do you go for rambling
at afternoon?
সে কোথায় যাবে?
Where will he go to?
8:Whose?
কার?
এই কলমটি কার?
Whose pen is this?
এগুলো কার জিনিস?
Whose things are these?
এটা কার বাড়ি?
Whose house is this?
ওগুলো কার আম?
Whose mangoes are those?
9:How?
কেমন/কিভাবে?
তোমার মা কেমন আছেন?
How is your mother?
আপনার ছেলেমেয়েরা কেমন আছে?
How are your offsprings?
তুমি কিভাবে আমাকে ভুলে থাকতে
পারো?
How can you stay
forgetting me?
How long?
কতক্ষণ?
তুমি কতক্ষণ ধরে facebook ব্যবহার
করছো?
How long have you been using Facebook for?
আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা
করবো?
How long shall I wait for
you?

Spoken English কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–পার্ট- 20

আসুন কিছু অনুবাদ জেনে নিই–।
1.Police: Where do you live?
তুমি কোথায় থাক
2.Small boy: With my parents.
আমার বাবা মার সাথে
3.Police: Where do your parents
live?
তোমার বাবা মা কোথায় থাকে?
4.Small boy: With me.
আমার সাথে
5.Police: And where do you all
live?
তোমরা সবাই কোথায় থাক?
6.Small boy: Together.
এক সংগে
7.Police: Where is Your Home?
তোমার বাড়ি কোথায় ?
8.Small boy: Beside my neighbors’
house.
আমার প্রতিবেশির বাড়ির পাশে
9.Police: Where is your neighbors’
house?
তোমার প্রতিবেশির বাড়ি কোথায়?
10.Small boy: If I tell you, you will not believe me.
যদি আমি তোমাকে বলি, তুমি আমাকে বিশ্বাস করবেনা
11.Police: Tell us?
আমাদের বল?
12.Small boy: Next to my house.
আমার বাড়ির পাশে
PZ LIKE COMMENTS + SHARE

Spoken English সাধারনত চ্যার্ট করার কিছু অনুবাদ জেনে নিই পার্ট- 19

আসুন সাধারনত চ্যার্ট করার কিছু অনুবাদ জেনে নিই–।
A.এই যে !
Hello
B.হাঁ।
Hi
A.কেমন আছ ?
How have you been?
B.ভাল নয়।
Not too good.
A.কেন?
Why?
B.আমি অসুস্থ।
I'm sick.
A.শুনে খারাপ লাগছে।
Sorry to hear that.
B.বেশি গুরুতর নয়।
Its OK. Its not serious.
A.তা ভাল. তোমার স্ত্রী কেমন আছেন?
That's good. How's your wife?
B.সে ভাল আছে।
She's good.
A.সে কি এখন যুক্তরাষ্ট্রে?
Is she in America now?
B.না, ওখানে নেই।
No, she's not here yet.
A.তাহলে কোথায়?
Where is she?
B.সে বাচ্চাদের নিয়া এখন কেনেডায়।
She's in Canada with our kids.
A.আচ্ছা। আমাকে এখন যেতে হবে। ওঁকে বল আমি শুভেচ্ছা জানিয়েছি।
B.I see. I have to go now. Please tell your wife I said hi.
A.ঠিক আছে। পরে আবার কথা হবে।
OK, I'll talk to you later.
B.আশাকরি তুমি ভাল হয়ে যাবে।
I hope you feel better.
A.ধন্যবাদ।
Thanks

Spoken English কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–পার্ট- 18

আসুন কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–
1.তুমি ছিলে আমার জীবন,
You were my Life,
2.ছিলে চির সাথী,
were my cully.
3.কি করে ভুলে গেলে তুমার প্রতিশ্রুতি??
How did you forget your avowal ?
4.স্পর্শ করো নি পবিত্র গ্রন্থ?
Did you not touch holy book?
5.তবে কেন কাঁদালে আমায়?
Than why did you Let me to weep?
6.বদলে দিয়ে ছিলে আমার জীবনের ধরণ,
You varied my Life fashion.
7.কষ্টে হলেও করেছিলাম বরণ।
yet with trouble I received.
8.গুলি করে হত্যা করে নষ্ট করেছ সুন্দর জীবন টাকে,
You Shot me, spoiled my beautyful Life,
9.বারেবারে আঘাত করেছ অসীম
বিশ্বাসে।
You have hit on my deeper believe again by again.
10.আমি সুখি নয় ছেড়ে তোমায়,
Neither I'm not happy without you.
11.তুমিও হবেনা অনেক কাঁদিয়ে আমায়।
you will never be happy for keeping me a lot of cry.
12.পেয়ে গেলে তুমি জীবন সাথী,
You have gotten your Life partner for ever,
13.ধরিয়ে দিলে আমায় তুমার কষ্টদায়ক
স্রথি।
let me to hold your painful memories.
14.ক্ষমা করবেনা আমার চোখের
পানি তুমায়,
Tears of my eyes will never forgive you,
15.কারণ
because
16.যদি চাইতে আমায়
তবে পেয়ে যেথে যেকোনো পন্থায়।
if you wanted to get me than you could to get anyway.
17.কতই মধুর ছিল তুমার মুখের বানী,
how sweet were your facial sagos,
18.তবে পারবে কি মুছে দিতে চোখের
পানি,
then can you dry my tears?
.......................................................

Spoken English কিছু ইংরেজি একই বর্ণেরক বিভিন্ন উচ্চারণ। পার্ট- 17


ইংরেজি একই বর্ণেরক বিভিন্ন উচ্চারণ।
¤বাংলাতে 'স' দিয়ে যে কোন শব্দই রচনা হোক না
কেন,
তার উচ্চারণের কোন প্রভেদ হয় না।কিন্তু
ইংরেজিতে সব সময় তা হয় না।
CENT এর উচ্চারণ সেন্ট,CANT এর উচ্চারণ কান্ট।
এই রকম আরও অনেক শব্দ নীচে দেওয়া হল।
1.Cএর পর E,I,Y থাকলে উচ্চারণ 'স' এর মত হবে।
উদাহরণঃ
1.receive (রিসীভ) নেওয়া।
2.cinema (সিনেমা) ছায়াচিত্র।
3.niece (নীস) ভাইঝি,ভাগ্নি।
4.icy (আইসী) বরফের মত।
5.century (সেনচুরী) শতাব্দী,শত।
6.circle (সার্কল) বৃত্ত।
7.citizenship (সিটিজেনশিপ) নাগরিকতা।
8.rice (রাইস) চাল।
9.cyclon (সাইক্লোন) ঘুর্ণিঝর।
10.piece (পীস) টুকরো।
11.celebrate (সেলিব্রেট) উৎসব পালন করা।
12.certificate (সার্টিফিকেট) প্রশংসা পত্র।
13.source (সোর্স) উৎস।
2.Cএর পর A,O,U,K,T থাকলে উচ্চারণ 'ক ' এর মত
হবে।
3..Cএর পর IA,EA থাকলে উচ্চারণ 'শ' এর মত হবে।
2,3 পেতে পরবর্তী (34)পর্বের প্রতি নজর রাখুন।

Spoken English কিছু গুরুত্বপূর্ণ word জেনে নিই–পার্ট- 16

আসুন কিছু গুরুত্বপূর্ণ word জেনে নিই–
১. advocate - উকিল ; অধিবক্তা ;পক্ষসমর্থনকারী;
২. baker -রুটিওয়ালা;রুটি, বিস্কুট ইত্যাদি যে
প্রস্তুত
করে ;
৩. barber - নাপিত ;ক্ষৌরকার ;
৪. blacksmith - কামার ;কর্মকার ;
৫. bookseller - পুস্তক বিক্রেতা ;
৬. broker - দালাল ;
৭. butcher - কসাই ;মাংসবিক্রেতা ; ;
৮. carpenter - ছুতার মিস্ত্রিী ;
৯. director - পরিচালক ;অধিকর্তা ;পথপ্রদর্শক
;উপদেষ্টা ;
১০. cobbler- মুচি ;জুতাসেলাইকারী;
১১. compositor -যে ব্যক্তি ছাপার অক্ষর
সাজায়;লিপিকার;
১২. cooker - বাবুর্চি ;রান্নার উনান বা
যন্ত্রবিশেষ ;
১৩. coolie - মুটে ; মজুর ;
১৪. driver-চালক; রেলগাড়ি-চালক,মোটরগাড়ি-
চালক ইত্যাদি;
১৫. farmer - কৃষক ; চাষী ; কৃষিব্যবসায়ী ;
১৬. fisherman - জেলে ;ধীবর ;
১৭. gardener - মালী ;উদ্যানপালক ;
১৮. grocer - মুদি ;
১৯. goldsmith -সেকরা ;স্বর্ণকার ;সোনার
গাহনাদি নির্মাতা;
২০. hawker - ফেরি-ওয়ালা ;
২১. juggler -ভোজবাজিকর ;
২২. labour - পরিশ্রম ; শক্তকাজ ; প্রসব বেদনা
;শ্রমিক
শ্রেণী ;
২৩. manager - পরিচালক ;ব্যবস্থাপক ; শাসক ;
২৪. orator -বক্তা;জনসাধারণের সমক্ষেযিনি
বক্তৃতা
করেন;বাগ্মী
২৫. painter - রঙ মিস্ত্রী ;চিত্রকর ;
২৬. potter - কুমোর ;কুম্ভকার ;
২৭. sculptor - ভাস্কর ;
২৮. tailor - দরজি ;
২৯. teacher - শিক্ষক ; গুরু ;অধ্যাপক ; আচার্য
;উপদেষ্টা ;
৩০. washer man - ধোপা ;রজক ;
৩১. milkman - গোয়ালা ;
৩২. writer - লেখক ;গন্থাকার ;রচনাকারী ;
কেরানী
৩৩. dancer - নর্তক বা নর্তকী ;
৩৪. singer - গায়ক ;পেশাদার গায়ক ;
৩৫. watchman - প্রহরী ;চৌকিদার ;
৩৬. printer - মদ্রাকর ;মুদ্রক ; মুদ্রণকারী ;
৩৭. publisher - পুস্তক-প্রকাশক ; প্রকাশক;প্রচারক
;
৩৮. producer - উৎপাদক ;যে বস্তু উৎপাদন করে;
প্রযোজক ;
৩৯. sweeper - ঝাড়ুদার ;যে বস্তু দ্বারা পরিষ্কার
করা হয়
৪০. tiller - চাষা ;
৪১. weaver - তাঁতী ;
৪২. brazier - জলন্ত অঙ্গার রাখবার
পাত্রবিশেষ;কাঁসারি ;
৪৩. ethical - নীতিশাস্ত্র- সম্বন্ধীয় ; নৈতিক ;
কর্তব্য-বিষয়ক
.........................................................................
বিঃদ্রঃ পোষ্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ
করে দিন|

Spoken English কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–পার্ট- 15

আসুন কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–
¤
এই কাঠামোটি দ্বারা কাউকে কোন কিছু করতে দাও/চল করি এরূপ অনুমতি প্রার্থনা/প্রস্তাব বোঝাবে |
.........................................................................
Let+objective case+verb+ext.
.........................................................................
Example:
1.Let him do the work.
তাকে কাজটি করতে দাও
2.Let me have a sleep in peace.
আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও
3.Let our work be our pleasure.
আমাদের কাজই হোক আমাদের আনন্দ
4.Let her sing a song.
তাকে একটি গান গাইতে দাও
5.Let them sit in the class.
তাদেরকে ক্লাসে বসতে দাও
6.Let other people speak first.
অন্যদেরকে আগে কথা বলতে দাও
7.Let's play cricket.
চল ক্রিকেট খেলি

Spoken English কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–পার্ট- 14

আসুন কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–
¤------------------------------ --
1.I can do = আমি করতে পারি,
2.I can’t do = আমি করতে পারি না
3.We can do = আমরা করতে পারি,
4.We can’t do = আমরা করতে পারি না
5.You can do = তুমি করতে পারো,
6.You can’t do = তুমি করতে পারো না
7.You can do = তোমরা করতে পারো,
8.You can’t do = তোমরা করতে পারো না
9.He can do = সে করতে পারে (পুরুষ),
10.He can’t do = সে করতে পারে না (পুরুষ)
11.She can do = সে করতে পারে (মহিলা),
12.She can’t do = সে করতে পারে না (মহিলা)
13.They can do = তাহারা করতে পারে,
14.They can’t do = তাহারা করতে পারে না
15.It can do = ইহা করতে পারে,
16.It can’t do = ইহা করতে পারে না
¤

Spoken English কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–পার্ট- 13

আসুন কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–
¤
1.আমি তোমাকে কখনো কষ্ট দিবনা৷
I will never hurt you
2.প্রেমে পড়াটা অবশ্যই ভালো
It is a good sign to fall in love.
3.তবে ভুল মানুষের প্রেমে পড়া ভালো
নয়
But falling in love with a wrong
person is not good.
4.অনেক সময় ভুল করে
Most often by mistaken
5.আমরা ভুল মানুষের প্রেমে পড়ে যাই
We fall in love with a wrong
person.
6.করুন পরিনতির কথা না ভেবে ভুল
মানুষকে ভালোবেসে ফেলি.
Without thinking much of pathetic end we start to love the
wrong person.
7.যখন বুঝতে পারি ভুল করেছি
When we can realize that we have made a mistake.
8.তবুও আমরা ভুলটাকে শুধরে নেই না
Even though we do not make the
correction.
9.মানুষটাকে আরো বেশি ভালোবেসে
ফেলি
We become loved to the person
more deeply.
10.মানুষটা আমাদের জীবনে আসবেনা
জেনেও.
Even knowing that the person
will not come to our life.
11.আরো শক্ত করে বুকে টেনে নিতে চাই.
We try to hold on tightly to the
arms.
12.ভুল মানুষের প্রেমে পড়া ছেলে
মেয়েগুলি বোকা নয়
The boys or girls who are in love with a wrong person are not fool
13.ওরা শুধু ক্ষনিকের জন্য বোকা হয়ে
যায়.
They become fool for a short while.
14.ওরা বিশ্বাস করতে চায় তার
ভালোবাসায় কোন খুঁত ছিল না.
They want to believe that there
was no fault in his/her love.
15.তার বিশ্বাসের কোন কমতি ছিল না.
He / She has no shortage of faith.
16.ওরা বিশ্বাস করতে চায় মানুষটা একদিন তাকে বুঝবে.
They want to believe that the
person will someday apprehend
him/her.
17.কিন্তু মানুষটা কখনো বুঝেনা.
But the person never understands.
18.কারন তুচ্ছ জিনিসের প্রতি মানুষের
কোন আগ্রহ কাজ করেনা.
Because no interest of human
works to the things insignificant.
19.ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি একসময় মরিচীকার পেছনে ছুটা বন্ধ করে দেয়.
The boys and girls those who are
in love with a wrong person at
one stage stops running after illusion.
20.ওদের পৃথিবীটা কেমন যেন নীরব হয়ে
যায়.
Their world becomes some kind
silent .
21.কোথাও কোন আলোর দেখা পাওয়া যায়না.
No where there is light
22.যেদিকে তাকায় চারিদিকে সুনসান
নীরবতা, গাঢ় অন্ধকার.
Where ever he/she looks there is
demi silence ,dark eclipse everywhere.
23.ওরা নিজের মাঝেই নিজে বিলীন হয়,
হারিয়ে যায়.
They are dissolved and lost in the midst of their own,
24.কোন কিছুতেই যেন ওদের কোন আগ্রহ নেই.
As though they have no interest
in anything.
25.একটু একটু করে সকল চাওয়া-পাওয়া, আকাঙ্খার সলিল সমাধি হয়.
Little by little, all Sought and found, aspirations are ended to-
water urn.
26.ওরা আর কোন কিছুতেই অবাক হয়না, চমকে উঠেনা.
They are not surprised by anything anymore, not even
startled.
27.যেন এমনটাই হবার কথা ছিল.
As if it was supposed to be
28.আসলে.
In fact
29.ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি একসময় বাঁচতে শিখে যায়
ঠিকি,
The boys or girls those who are
in love with a wrong person
eventually learn how to live.
30.তবে হাসতে ভুলে যায়...!!
But forget to laugh.

Spoken English কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–পার্ট- 12

আসুন কিছু গুরুত্বপূর্ণ Translation জেনে নিই–
¤
1.None of your little games.
কোন চালাকি চলবে না
2. You must try to bridle your temper.
তোমার রাগ নিয়ন্ত্রন করা উচিৎ
3. Blessed be your tongue.
তোমার মুখে ফুলচন্দন ফুটুক
4. What are you up to?
তুমি কি নিয়ে ব্যস্ত?
5. Least of all.
মোটেও না
6. Do not harp on the same thing.
এককথা বারবার বলনাতো!
7. No way.
কোনভাবেই না
8. So far, so good.
কোনরকম আছি।
9. See you around.
দেখা হবে।
10. I dislike slang.
আমি অশালীন ভাষা পছন্দ করনা।
11. Hold fast .
শক্ত করে ধর।
12. Mend your ways.
অভ্যাস বদলাও।
13.Patch up your disputes.
ঝগড়া মিটিয়ে ফেল।।
14.Every ass loves his bray.
আপন কন্ঠস্বর সকলেরই মিষ্টি লাগে।
15. আমারও তাই মনে হয়
It seems to me as well.
16. I think so.
আমিও তাই মনে করি।
17. এটা ভাল দেখায় না।
It doesn't look fair.
18. এটা ঠিক না।
It's not fair.
19. আমার মনে আছে।
I remember
20. Don't get mad.
বোকামী করোনা !
21. What a pleasant surprise!
কি দারুণ চমক !
22. My Godness !
হায় আল্লাহ্ !
23. That's all nonsense.
সব বাজে কথা ।
24. What a nuisance!
কি আপদ !
25.Who cares ?
কে ধারধারে ?
26.No way!
প্রশ্নই উঠে না ।
27. Worthless!.
অপদার্থ কোথাকার !
28. Not at all.
মোটেও নয় ।
29.Go to the devil.
গোল্লায় যাক
30.I will eat my hat.
আমি আমার কান কেটে ফেলবো
31. Really ?
ও তাই?
32. How awful!
কী সাংঘাতিক!
34.Oh dear!
বলো কী!
35.Oh no!
এ হতে পারেনা!
36.It is sad.
এটি দুঃখজনক।
37.What happened?
কী হয়েছে?
38.What now?
এখন কী হবে?
39. Why not?
কেন নয়? / অবশ্যই।
40. Shame on you
ধিক তোমাকে!
41. It is you who are to blame.
তুমিই দোষী।
42.You are good for nothing
তুমি কোন কাজের নও।
43. Drop the matter.
একথা ছাড়ো ।

Spoken English অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ পার্ট- 11

চলুন আমরা G এবং C এর উচ্চারণ
শিখে নেই।
¤G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত
হয় তখন G এর উচ্চারণ Silent হয়।
¤প্রথমে যদি G থাকে এবং তারপরেই
যদি
"N" থাকে তবে G silent থাকে।
Example :
1.Sign(সাইন)-চিহ্ন।
2Campaign(ক্যাম পেইন) -প্রচার।
3.Reign(রেইন)-শ াসন।
4.Design (ডিজাইন )-নকশা
5.Resign (রিজাইন) -পদত্যাগ
¤C-এর উচ্চারণ কখন 'ক' আর কখন 'স'
হবে ?
♡Rule1: C-এর পরে যদি A,L,O,R,U হয়
তাহলে তার উচ্চারণ 'ক' হয় ।
¤কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন...
1.Can (v,ক্যান্) = পারা ।
2.Class (n,ক্লাস্) = শ্রেনী ।
3.Colour (n,কালার্) = রং ।
4.Cup (n,কাপ্) = পেয়ালা ।
5. Crime (n,ক্রাইম্) = দুর্নীতি ।
♡Rule2: C-এর পরে যদি I,E,Y থাকে
তাহলে তার উচ্চারণ 'স' হবে । দেখে
নিই কিছু সহজ উদাহরণ..
1.Center (n,সেন্টার্) = কেন্দ্র ।
2.Ceiling (n,সিলিং) = ভেতরের দিকের
ছাদ ।
3.Cinema (n,সিনেমা) = প্রেক্ষাগৃহ ।
4.Cyclist (n,সাইক্লিস্ট্)= সাইকেল চালক
5. Cylinder(n, সিলিন্ডার)
¤২ টা 'C' হলে 'ক' এর মত উচ্চারণ হবে।
Example:
1. Account-(n, এ্যাকাউন্ট)
2.Accounting-(n, এ্যাকাউন্টিং)
3. According-(n, এ্যাক'ডিং)
¤আর যেখানেই 'C' থাকুক পরে বা
আগে Rule-1 & Rule-2 এর মত উচ্চারিত হবে।

Spoken English সংক্ষিপ্ত বাক্যের রূপ(forms of small speeches) পার্ট- 10

¤
কিছু ধাঁধাউপমা (some set
comparisons)।(1-35)/
1.বিষের মত তেতো।
as bitter as gall.
2.কয়লার মত কালো।
as black as coal.
.
3.বাদুরের মত অন্ধ।
as blind as bat.
4.কাচের মত ভঙ্গুর।
as brittle as glass.
.
5.মৌমাছির মতো ব্যস্ত।
as busy as bee.
6.দিনের মত উজ্জ্বল।
as bright as a day.
.
7.স্কটিকের মত স্বচ্ছ।
as clear as crystal.
8.আবহাওয়ার মত পরিবর্তনশীল।
as changeable as weather.
.
9.শশার মত ঠান্ডা।
as cool as cucumber.
10.পাথরের মত ঠান্ডা।
as cold as marble.
.
11.ভরত পাখির মত আনন্দপূর্ণ।
as cheerful as lark.
12.পীচের মত কালো।
as dark as pitch.
.
13.গোলাপের মত তাজা।
as fresh as a rose.
14.শিশিরের মত তাজা।
as fresh as dew.
.
15.As brisk as butterfly.
প্রজাপতির মত চঞ্চল।
16.As busy as bee.
মৌমাসির মত ততপর।
.
17.As brave as lion.
শিংহের মত সাহসী।
18.As clear as day.
দিনের আলোর মত পরিস্কার।
.
19.As cunning as a fox.
শেয়ালের মত ধুর্ত।
20.As fair as a rose.
গোলাপের মত সুন্দর।
.
21.As fierce as a tiger.
বাঘের মত ভয়ংকর।
22.As free as air.
বাতাসের মত স্বাধীন।
.
23.As fresh as a rose.
গোলাপের মত সতেজ।
24.As grave as a judge.
বিচারকের মত গম্ভীর।
.
25.As greedy as wolf.
নেকড়ের মত লোভী।
26.As hoarse as crow.
কাকের মত কর্কশ।
.
27.As light as feather.
পালকের মত হালকা।
28.As mute as fish.
মাসের মত বোবা।
.
29.As playful as kitten.
বিড়াল ছানার মত ক্রীড়ামোদী।
30.As silly as sheep.
খরগোশের মত বোকা।
.
31.As tricky as monkey.
বাঁদরের মত ধুর্ত।
32.As vain as peacock.
ময়ুরের মত অহংকারী।
.
33.As white as snow.
তুষাড়ের ন্যায় শুভ।
.
34.ধূলোর মত শুকনো।
ইংরেজি sentence কি হবে?
35.as dead as stone.
বাংলা অর্থ কি হবে?
.
¤পরবর্তী পোস্টে থাকতেছে আরও (35-55)/কিছু বাঁধা উপমা।
¤বি.দ্র.
আপনারা যদি আমার স্ট্যাটাসে নিয়মিত লাইক না
দেন তাহলে ফেসবুক নিয়মের কারনে একটা সময়
আমার পোস্ট আপনাদের হোমপেজে দেখাবে না।
তাই অনুগ্রহ পূর্বক নিয়মিত পোস্টে লাইক দিন।
ধন্যবাদ।

Spoken English সংক্ষিপ্ত বাক্যের রূপ(forms of small speeches) পার্ট- 9


¤
দিন এবং সপ্তাহ(DAYS & WEEK)
¤
1.সপ্তাহে কয়টি দিন থাকে?
¤how many days are there in a week?
2.সপ্তাহে সাতটি দিন থাকে।
¤There are seven days in a week.
3.সপ্তাহের প্রথম দিন রবিবার।
¤the first day of the week is SUNDAY.
4.সপ্তাহের শেষ দিন শনিবার।
¤SATURDAY is the last day of the week.
5.রবিবার ছুটির দিন।
¤SUNDAY is a holiday.
6.স্কুল অফিস ইত্যাদি ঐ দিন বন্ধ থাকে।
¤School,offices etc. Remain closed on that
day.
7.রবিবার বাচ্চারা স্কুলে যায় না।
¤children don't go to school on SUNDAY.
8.সপ্তাহের দিনগুলির নাম বড় অক্ষরে লেখা হয়।
¤the name of the days of the week are
written with capitals.
9.বহু অফিসে পাঁচ দিনে সপ্তাহ পালন করা হয়।
¤In many offices a five day week is
observed.
10.কেউ কেউ মঙ্গলবার উপবাস করেন।
¤Some keep fast on TUESDAY.
11.কেউ কেউ শনিবার বা শুক্রবার এটি করেন।
¤some keep it on SATURDAY on FRIDAY.
12.রবিবারের মধ্যে আমি আমার কাজ শেষ করব।
¤I shall finish my work by SUNDAY.
13.সোমবারের মধ্যে অবশ্যই ফিরে আসবে।
¤do return by MONDAY.

Spoken English অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ পার্ট- 8

¤
Get at - হাতের নাগালে পাওয়া( reach)
Get away- পলায়ন ( escape)
¤
Get by- পাস দিয়ে যাওয়া ( pass)
Get down- নামা ( descend)
¤
Get into - উঠা (ascend)
Get off- পালানো (escape)
¤
Get on - অগ্রসর হওয়া (proceed)
Get out- বাহিরে যাওয়া (go out)
¤
Get over - অতিক্রম করা (overcome)
Get through- সাফল্য লাভ করা (succeed)
¤
Get up- শয্যা ত্যাগ করা (rise)
¤

Spoken English সংক্ষিপ্ত বাক্যের রূপ(forms of small speeches) পার্ট- 7

পর্ব (16)
সংক্ষিপ্ত বাক্যের রূপ(forms of small
speeches)
¤
1.আমি এই আসছি।
¤just coming.
2.সবে এসেছি।
¤just coming.
3.বেশ।
¤very well.
4.খুব ভাল।
¤very well.
5.আপনি যা বলুন।
¤as you like.
6.আপনার যেমন ইচ্ছে।
¤as you please.
7.আর কিছু বলার আছে।
¤anything else.
8.থাক থাক যতেষ্ট হয়েছে।
¤that's enough.
9.সম্মান দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ
জানাই।
¤thanks for this honour.
10.আচ্ছা।
¤o.k.
11.কেন হবে না?
¤why not?
12.একটুও না।
¤not a bit.
13.আচ্ছা চলি।
¤ta-ta.
14.কাল দেখা হবে।
¤see you tomorrow.
15.হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
¤yes,by all means.
16.অনেক হয়েছে।
¤too much.
17.হ্যাঁ জনাব!
¤yes sir!
18.কখনই না।
¤no,not at all.

Spoken English

বিস্ময়বাচক শব্দ বা বাক্য(exclamation words
or sentences)
1.বাঃ বেশ!
Marvellous!
2.সাবাস!
Well done!
3.বাঃ,সুন্দর!
Beautiful!
4.আরে [তাই নাকি]!
Oh!
5.হায়!
My god!
6.হায়,আল্লাহ!
Oh Allah!
7.সুন্দর হয়েছে তো!
Done wonderfully!
8.নিশ্চয়ই!
Of course!
9.আল্লাহকে ধন্যবাদ!
Thank Allah!
10.আল্লাহর কৃপাতে!/কৃপায়!
By Allah grace!
11.আল্লাহ তোমার মঙ্গল করুন!
May allah bless you!
12.আপনাকেও!
Same to you!
13.তোমাকেও!
Same to you!
14.খুবই সুন্দর!
Excellent!
15.অত্যন্ত দুঃখের ব্যাপার!
How sad!
16.অত্যন্ত খুশির খবর!
How joyful!
17.অভূতপূর্ব বিজয়!
What a great victory!
18.হে আল্লাহ! (আশ্চর্য ভাবার্থে)
good heavens!
19.এই যে, শুনুন!
Hello!
20.একটু তাড়াতাড়ি!
Hurry up,please!
21.কি ভীষণ!
How terrible!
22.কি ভয়ানক!
How terrible!
23.ছিঃঅত্যন্ত পরিতাপের বিষয়!
How disgraceful!
24.অসম্ভব!
How absurd!
25.কি স্পর্ধা!
How dare he!
26.কি মিষ্টি!
How sweet!
27.কি সুন্দর!
How lovely!
.
So,দুঃখিত বুঝতে পারতেছিনা কেন যে পোস্টগুলো
ভালো লাগছে না ।
বিঃদ্র:আরো কিছু বিস্ময়বাচক শব্দ বা বাক্যের জন্য পরবর্তী পোস্টের প্রতি
লক্ষ্য করুন।

Spoken English অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ পার্ট- 6

✔ তাঁকে ফোন কর
↔ Do phone him.
✔ এতোটা চিন্তার কিছু নেই
↔ Nothing to worry about.
✔ ভাবতেও ভয় হচ্ছে
↔ It's even awful to think about.
✔ না ভেবে কিছু বল না
↔ Don't say without thinking.
✔ আসতে কোন সমস্যা হয়নি তো?
↔ Did you find it easy?
✔ দুঃখিত আমি ভুল নস্বরে ফোন করেছি
↔ Sorry, I think I have the wrong number.
✔ আমার জন্য একজন ওসব করে
↔ Someone does that for me.
✔ কে যেন আসছে
↔ Someone is coming.
✔ আমারও তাই মনে হয়
↔ It seems to me, as well.
✔ আজ আর বসছি না
↔ I'm not sitting any longer today.
>>> এ বিষয় গুলা কি আগে জানতেন?
জেনে থাকলে "Y" আর না জেনে
থাকলে "N" লিখে কমেন্ট করুন আর এতে
উপকৃত হয়ে থাকলে T লিখে কমেন্ট করুন
।। ধন্যবাদ

Spoken English অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ পার্ট- 5

এখন কয়টা বাজে?
What time is it ?
আজ কত তারিখ?
What is today's date?
তুমি কী ধরণের সংগীত পছন্দ করো?
What kind of music do you like?
আমি কী পরবো?
What should I wear?
সাইজ কত?
What size?
তারা কখন আসছে?
What time are they arriving?
তুমি কখন বাস স্টেশনে যাবে?
What time are you going to the bus station?
তুমি কখন ঘুম থেকে উঠেছ?
What time did you get up?
তুমি কখন ঘুমাতে গেছ?
What time did you go to sleep?
তুমি কখন ঘুম থেকে উঠেছ?
What time did you wake up?

Recent

Top 5 betting site in Bangladesh

Top 5 betting site in Bangladesh    1: Megapari :  MegaPari is a popular betting app that is available in Bangladesh. The app offers a wide ...